azadpromax – Your Digital Store

ডিজিটাল মার্কেটিং কী? ফেসবুক মার্কেটিং কেন, কীভাবে করবেন?

আপনি কি দীর্ঘস্থায়ী ব্যবসার উন্নয়নের জন্য ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং করতে চাচ্ছেন? ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং এর মাধ্যমেও আপনার ব্যবসাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারেন। ঘুড়ি লার্নিং এই আর্টিকেলে আমরা  ডিজিটাল মার্কেটিং ও ফেসবুক মার্কেটিং নিয়ে আলোচনা করবো। সেই সাথে কীভাবে ফেসবুক মার্কেটিং করবেন তাও তুলে ধরবো।

মার্কেটিং শব্দটির বিচরণ এক সময় শুধুমাত্র ব্যবসা-ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। কিন্তু কালের বিবর্তন এবং যুগের চাহিদার উপর ভর করে মার্কেটিং এর বহুমুখী ব্যবহার দেখা যাচ্ছে। এখন মার্কেটিং শুধুমাত্র ব্যবসা সেক্টরে নয় বরং মার্কেটিং হয়ে উঠেছে সকল সেক্টরের অন্যতম চাহিদা-বহুল একটি মাধ্যম। বর্তমান সময়ে চলছে প্রযুক্তির জয়যাত্রা। আর এই প্রযুক্তির জয়যাত্রার যুগে মার্কেটিং আমাদের সামনে হাজির হয়েছে নতুন আঙ্গিকে এবং ভিন্ন রূপে— ডিজিটাল মার্কেটিং হিসেবে। তাই ডিজিটাল মার্কেটিং কি, কেন? ফেসবুক মার্কেটিং কি, কেন, কিভাবে করবেন জানতে পারবেন আমাদের আজকের এই আর্টিকেলে।

ডিজিটাল মার্কেটিং বলতে  কি বুঝায়?

একটি বিজনেসকে প্রচার, উন্নতি এবং ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সকলের সামনে পরিচিত করার এক অন্যতম কৌশল হল ডিজিটাল মার্কেটিং। ইন্টারনেটকে  ব্যবহার করে স্বল্প সময়ে অধিক সংখ্যক কাস্টমারকে বিজনেস এর দিকে আকৃষ্ট করে সেল বৃদ্ধির মাধ্যমে বিজনেসকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে দেওয়ার মাধ্যমকে বলা হয় ডিজিটাল মার্কেটিং।

ঘুড়ি লার্নিং এর কিছু ডিজিটাল মার্কেটিং কোর্স—

 

ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব 

একবাক্যে কখনোই ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বের কথা বলে শেষ করা সম্ভব নয়। ডিজিটাল মার্কেটিং হল সম্পূর্ণরূপে ডিজিটাল পরিসেবা। কাঙ্ক্ষিত গ্রাহকদের অর্গানিক রিচ, সোশ্যাল মিডিয়া, এড ম্যানেজমেন্ট এবং ওয়েবসাইটের মতো মাধ্যমগুলো ব্যবহার করে যেকোনো বিজনেসকে সফলতার উচ্চাসীন আসনে অধিষ্ঠ করার ক্ষেত্রে সাহায্য করে। ডিজিটাল মার্কেটিং একটি বিজনেস তার লক্ষ্য  অর্জনের ক্ষেত্রে সাহায্য করে।  সেই সাথে একটি বিজনেস এর প্রচারণা কৌশলে পরিবর্তন এনে বিজনেসকে সফলতার স্বর্ণ-শিখরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করে।

শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং সেবা গ্রহণের মাধ্যমে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোম্পানি এবং বৃহৎ থেকে বৃহত্তর কোম্পানি নিজেদের নিয়ে গেছে সফলতার উচ্চ আসনে। মূলত ডিজিটাল পরিসেবাকে ব্যবহার করে স্বল্প সময়ে বেশি সংখ্যক গ্রাহককে আকৃষ্ট করার ক্ষেত্রে কাজ করছে ডিজিটাল মার্কেটিং।

ঘুড়ি লার্নিং এর আরও কিছু ডিজিটাল মার্কেটিং কোর্স—

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top